হাওজা নিউজ এজেন্সি: ইসফাহানের কিছু আলেমদের সঙ্গে বৈঠকে আয়াতুল্লাহ বেহজাত (রহ.) ইসলামী জাতির ভাগ্য, মুক্তি ও কল্যাণ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বলেন,
“সত্যিকারের মুক্তি ও কল্যাণ কেবল কোরআন ও আহলে বাইতের (আ.) প্রতি দৃঢ়তার মধ্য দিয়ে অর্জন করা সম্ভব।”
তিনি সতর্ক করেছেন, এ পথের প্রতি অবহেলা জাতিকে অনুশোচনা ও বিপদের মধ্যে ফেলে।
ইতিহাসের উদাহরণ উল্লেখ করে তিনি বলেন,
“যখন মানুষ কোরআন ও আহলে বাইতকে (আ.) ত্যাগ করল, তখন রেজা খান দেশ ও শিয়াদের স্বদেশ বিক্রি করল, মুস্তাফা কামাল আতাতুর্ক উসমানীয় অঞ্চল হস্তান্তর করল এবং ইবন সৌদ হিজাজকে বিদেশীদের হাতে সমর্পণ করল।”
আয়াতুল্লাহ বেহজাত ব্যাখ্যা করে বলেন, এই বিচ্যুতির ফলশ্রুতিই আজকের দিনে মুসলিম দেশগুলোর হীনতা এবং তাদেরকে বিশ্ব শক্তিগুলোর কাছে অধীন করে রেখেছে। তিনি বলেন, “আজকের দিনে ইসলামী দেশগুলো যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের আধিপত্যের অধীনে আছে; এ শক্তিগুলো পৃথিবীর সবচেয়ে দুষ্টপ্রাণী হলেও, মানবিকতার ধ্বজাধারী বলে নিজেদের পরিচয় দেয়।”
তিনি মুসলিম উম্মাহকে পরামর্শ দেন যে, অতীত ও বর্তমানের সকল বিপদ ও হীনতার মূল কারণ হলো কোরআন ও আহলে বাইতের (আ.) পথ থেকে বিচ্যুতি। মুসলিম জাতিকে সচেতন হতে হবে এবং তাদের জীবন ও সমাজের সকল ক্ষেত্রে এই পথে ফিরে আসতে হবে।
আপনার কমেন্ট